ডিমলায় সন্দেহভাজনে আটক ৭

  13-10-2018 09:17PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ী ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক চেয়ারম্যান সামছুল হক এর বাড়ীতে সন্দেহভাজন ০৭ যুবক আটক ।

চেয়ারম্যান সামছুল হক এর স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম জানান গত ১২ অক্টোবর রাত আনুমানিক ০৮ টার দিকে চেয়ারম্যান বাসায় ফিরে নামাজের জন্য উক্তিয়া ঘরে গেলে আমাকে সঙ্গে নিয়ে যায় । এমন সময় একটি ভ্যান যোগে ভ্যান চালকসহ ০৮ জন ব্যক্তি বাড়ীর চাতালে অবস্থান করে । তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কিংকর্তব্যবিমূড় হয়, এতে তাদের প্রতি সন্দেহ হলে এলাকার লোকজনের সাহায্যে তাদেরকে আটক করা হয়।

অপরদিকে ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ, সন্ত্রাস, নাশকতা, বাল্য বিবাহ , মাদককে না বলুন এবং নির্বাচনী প্রচার প্রচারনার উপর ফুটানির হাট বাজারে আলোচনার সময় আটককৃত যুবকদের সম্পর্কে জানালে ঘটনাস্থল থেকে ০৭ জন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সন্দেহভাজন মামলায় গ্রেফতার দেখিয়ে ১৩ অক্টোবর নীলফামারী জেল হাজতে প্রেরণ করে। এ নিয়ে এলাকায় ভোটারদের মাঝে নানান হৈ, চৈ, জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন