নর্দায় বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

  18-10-2018 01:16PM


পিএনএস ডেস্ক: বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাটারার নর্দা ওভারব্রিজের নিচে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আতিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসা ছাত্র।

আশঙ্কাজনক অবস্থায় সকাল ১০ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে এবং ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগের ছাত্র।

নিহতের বড় ভাই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ জানায়, কুড়িল বিশ্বরোড থেকে গাড়িতে উঠে বাড়ি যাওয়ার জন্য সকালে মাদ্রাসা থেকে সে বের হয়। কিন্তু নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন