নবাবগঞ্জে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেফতার ৫

  23-10-2018 03:38PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : গত ২২ অক্টোবর সোমবার দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে থানা এলাকায় বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা ও অর্ন্তঘাত মুলক কর্মকান্ড সহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নবাবগঞ্জ উপজেলার পুটিামারা ইউনিয়নের আন্দোলগ্রাম(সারাইপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফিরোজুল হাসান ওরফে রায়হানের বাড়ী থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।

এসময় সেখান থেকে ১৮ টি বাঁশের লাঠি, ৮ টি ককটেল, পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল, ১টি প্লাস্টিকের বয়াম ভর্তি ভাঙ্গা কাঁচের টুকরা, লাল কস্ট টেপ ৫ টি, জর্দার খালি কৌটা ৫টি, বাইসেকেলের লোহার বল ১ কৌটা ও কিছু ছোট ছোট লোহার কাঁটা উদ্ধার করা হয়। রাতেই এ ব্যাপারে নবাবগঞ্জ থানার এস আই শাহীন আলম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) তৎসহ বিস্ফোরক উপাদানবলী(সংশোধন)আইন ২০০২ এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায় গ্রেফতারকৃতরা হলো উপজেলার আন্দোলগ্রামের(সরাইপাড়া) জয়নাল আবেদিনের ছেলে ফিরোজুল হাসান ওরফে রায়হান(৩৫), শ্রীকৃঞ্চপুর গ্রামের মরতুজা মুন্সির ছেলে আঃ মান্নান(৪২), চড়ারহাট বাজারের মৃত আহাদ আলীর ছেলে আসাদুজ্জামান(৩৮), ভাদুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে কবিরুল ইসলাম(৩২) ও শালঘরিয়া গ্রামের নুরু মন্ডলের ছেলে রবিউল ইসলাম(৩৫)।গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন