বেনাপোল সীমান্তে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক

  23-10-2018 06:38PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ১৪ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে আমড়াখালী চেকপোষ্ট থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বাড়ী পিরোজপুর, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানা যায় অবৈধভাবে ভারত সীমান্ত পাড়ি দিয়ে শিশুসহ বেশ কিছু নারী-পুরুষ বেনাপোল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনে করে যশোরের দিকে যাচ্ছে। এমন সময় আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে উক্ত পরিবহন অভিযান চালিয়ে ৯ পুরুষ, ৩ নারী ও ২ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন