নোয়াখালীতে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ২

  05-11-2018 07:39PM

পিএনএস, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাপুর এলাকা থেকে প্রায় দুই কেজি হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল। আটককৃতরা হলেন, সোনাপুরের আবুল খায়েরের ছেলে আবুল হাসান রুনু (৫৩) ও লক্ষ্মীনারায়ণপুর এলাকার শাহ আলমের ছেলে মো. মিলন (৩৫)। অভিযানের নেতৃত্ব দিয়েছেন-সিনিয়র এএসপি মিমতানুর রহমান, এএসপি কাজী মো. তারেক আজিজ এবং এএসপি মো. নুরুজ্জামান।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ওয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা মোটর সাইকেলে করে হেরোইন পাচারের সময় র‌্যাব-৭ এর আভিযানিক দল তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের ব্যবহৃত মোটর সাইকেল নং নোয়াখালী হ: ১১-১১৩৩। আবুল হাসান রুনু নিজেকে দৈনিক জাতীয় অর্থনীতির স্পেশাল করেসপন্ডেন্ট পরিচয় দেন। তিনি জানান, আটককৃতদের ফেনী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে সুধারাম থানায় সোপর্দ করা হবে। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন