ইজতেমা ময়দানে সংঘর্ষ ঘটনার মামলায় ২৫ হাজার আসামি

  03-12-2018 11:02AM

পিএনএস ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া এবং তাদের আহত করার অভিযোগে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক রাকিবুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া বিষয়টির সতত্য নিশ্চিত করে জানান, এই মামলায় অজ্ঞাত ২৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, শনিবার (১ ডিসেম্বর) ইজতেমা ময়দানে সাদপন্থি ও জুবায়ের পন্থিদের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের কাজে বাধা দেয়া এবং হামলা চালানো হয়। এতে এক মুসল্লি নিহত এবং দুই শতাধিক মুসল্লি ও কয়েকজন পুলিশ আহত হন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন