বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

  17-12-2018 04:36PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ফোরকান (৪৩) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার পথে পরিবহন থেকে এ ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে বিজিবি। আটক ফুরকান ঢাকা লালবাগের জিসানের পুত্র।

বিজিবি জানায়, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা একটি পরিবহন বাস আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা ও গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে চট্টগ্রাম কাষ্টমস হাউজের ভুয়া আইডি কার্ড, মোবাইল সেট, চাদর ও থ্রীপিচ পাওয়া যায়।

আমড়াখালী বিজিবি চেক পোষ্টের হাবিলদার সাফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃত ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন