নোয়াখালীতে অটোরিকশাকে বাসের ধাক্কায় নিহত ৪

  21-01-2019 04:49PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অটোরিকশাকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত দুজন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর রশিদিয়া মাদ্রাসার সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিরা অটোরিকশার আরোহী। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। এঁদের মধ্যে একজন ঘটনাস্থলে, অন্যরা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা আড়াইটার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি সোনাইমুড়ি এলাকা থেকে বেগমগঞ্জের চৌমুহনীর দিকে আসছিল। রশিদিয়া মাদ্রাসার সামনে হিমাচল পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হয় ও দুজন আহত হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস আটক করা হয়েছে। বাস চালক র্পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তিদের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে আছে। আহত ব্যক্তিদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন