পড়্গদিয়া চরে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার

  07-02-2019 05:17PM

পিএনএস ডেস্ক :বঙ্গোপসাগরে সুন্দরবনের কাছে পড়্গদিয়া চরে অভিযান চালিয়ে শিংসহ একটি মাথা, ২টি চামড়া ও ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্টের সদস্যরা। ঘটনাস্থল পাথরঘাটা থেকে আনুমানিক ২০ কিলোমিটার দক্ষিণে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. জহুরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় সুন্দরবন নিকটবর্তী পক্ষিদিয়া চরে অভিযান চালিয়ে ২টি হরিণের চামড়া, একটি শিংসহ মাথা ও প্রায় ৪০ কেজি হরিণের মাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা নিয়ে আসে। মাংসগুলো একটি বস্তাবন্দি বরফ দেয়া ছিল। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর জানান, মাংশ কেরোসিন মেখে মাটি চাপা দেয়া হয়েছে এবং চামড়া ও মাথা সংরক্ষণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হযেছে।

স্থানীয় জেলেরা ধারণা করছেন নিকটবর্তী সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংশ পাচার করার উদ্দেশ্যে ওই বনে সংরক্ষণ করে। কোস্ট গার্ড দেখে পাচারকারিরা পালিয়ে যায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন