‘মৃত্যুকে দাওয়াত’ ফেসবুক স্ট্যাটাসে, অতঃপর...

  08-02-2019 02:14PM

পিএনএস ডেস্ক :কক্সবাজার সিটি কলেজ ছাত্র মো.শামীম (২০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শামীম টেকনাফ সদর ইউনিয়নের হাজামপাড়া এলাকার আবু সিদ্দিক মিস্ত্রির ছেলে।

মৃত্যুর এক সপ্তাহ আগে গত ৩১শে জানুয়ারি নিজের ফেসবুক টাইমলাইনে শামীম তার শেষ স্ট্যাটাসে লিখেছিলেন- ‘মৃত্যু তোমাকে দাওয়াত দিলাম পারলে সিজদা অবস্থায় আইসো।

এর কয়েক দিন আগে লেখেন-কবর এমন এক ঘর যেখানে ধনী-গরিব সবাই সমান, পার্থক্য শুধু নেক আমলের। তারও কয়েক দিন আগে ২০ জানুয়ারি ফেসবুকে কাফনের কাপড়, আগরবাতির ছবি দিয়ে লেখেন- এগুলোই হলো আমাদের জীবনের শেষ উপহার।

শামীমের মৃত্যুর পর তার বন্ধুরা ফেসবুকে এ ধরনের একের পর এক স্ট্যাটাস আবিষ্কার করেন। এতে অনেকেই লেখেন- ‘তা হলে কি বন্ধু তুমি মৃত্যুকে চিনতে পেরেছিলে। বৃহস্পতিবার টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজার সিটি কলেজছাত্র মো. শামীম ও ফিরোজ (২২) মারাত্মকভাবে আহত হন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, আহত ছাত্র শামীম ও ফিরোজকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন