পরীক্ষা কেন্দ্রে নকল বিতরণ!

  09-02-2019 06:06PM

পিএনএস ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে নকল বিতরণের অভিযোগ উঠেছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা নাগাদ কাঠগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বামনডাঙ্গার কাঠগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহির থেকে এক অবিভাবক জানালা দিয়ে নকল বিতরণ করছেন। এ সময় তিনি একাধিকবার ভিতরের পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। বিষয়টি নজরে আসলে সেই অবিভাবকের সাথে কথা বলতে গেলে তিনি পালিয়ে যান। কাটগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ভবনটিতে ( ১৬, ১৭, ১৮) এ নকল বিতরণের ঘটনা ঘটে।

পরে কেন্দ্র সচিব ইউনূস আলী সরকারের সাথে কথা হলে তিনি নকলের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, নকল রোধে ভিতর থেকে সকল জানালা বন্ধ রাখা হয়েছে। বাহির থেকে নকল বিতরণের কোন সুযোগ নেই বলেও জানান। কিন্তু নকল বিতরণের প্রমান স্বরুপ ছবি আছে দাবি করলে তিনি বলেন, এটা শত্রুতামূলক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এতো নিরাপত্তার মধ্যে অবিভাবকের নকল বিতরণ করার সুযোগ থাকেনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন