স্যান্ডেলে সাড়ে ৮১ লাখ টাকার স্বর্ণ

  17-02-2019 01:29AM



পিএনএস ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ দিলীপ হাওলাদার (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটখালি মসজিদ বাড়ি বিজিবি পোস্টের সামনে থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক দিলীপ হাওলাদার বেনাপোল পোর্ট থানার পুটখালি পূর্বপাড়া গ্রামের ক্ষুদিরাম হাওলাদারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে পাঁটভুলাট বিজিবির একটি টহলদল সীমান্তে তাদের নজরদারি বৃদ্ধি করে। সন্ধ্যার দিকে স্বর্ণ পাচারকারী দিলীপ হাওলাদার পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।

তিনি বলেন, পরে তার পায়ে থাকা অভিনব পদ্ধতিতে স্যান্ডেলের সোলের মধ্যে লুকানো অবস্থায় ১৪ পিস (১ কেজি ৬৩০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৮১ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হবে।

আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন