ঢাকার ডাস্টবিনে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা গুলি, গ্রেনেড উদ্ধার!

  18-02-2019 11:20AM

পিএনএস ডেস্ক : রাজধানীর পল্টন এলাকা থেকে একটি সতেজ আরজেস গ্রেনেডসহ ‘মেইড ইন পাকিস্তান’ লেখা গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা দিকে পল্টনের কালভার্ট রোডের পশ্চিম পাশে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিন থেকে এগুলো উদ্ধার করে।

পরে গ্রেনেডটি রাতেই উদ্ধার করে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি অপারেশন আবু বকর সিদ্দিক জানান, রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য নিতে গিয়ে পল্টনের কালভার্ট রোডের পশ্চিম পাশে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনের মধ্যে একটি গ্রেনেড ও ৫৫ রাউন্ড শটগানের গুলি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ যাওয়ার পর খবর দেয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।

তিনি বলেন, শক্তিশালী এই গ্রেনেডের উৎস খতিয়ে দেখা হবে।

বোম্ব ডিসপোজাল টিমের একজন কর্মকর্তা জানান, বর্জ্য থেকে উদ্ধার করা গ্রেনেডটি আরজেস গ্রেনেড। রাতেই সেটি নিষ্ক্রিয় করা হয়।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন