৩৭ হাজার নিষিদ্ধ বার্মিজ সিগারেটসহ দুই রোহিঙ্গা আটক

  22-03-2019 02:47AM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী পান বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ মিয়ানমারের ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ সিগারেট জব্দ করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক-সি-৮ এর সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩৩) ও একই ক্যাম্পের ব্লক-সি-৫ এর আব্দুস শুকুরের ছেলে মো. এহসান (২৮)।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজারে ফয়সালের মুদি দোকানে অভিযান চালায় র‌্যাব-১৫ সদস্যরা। অভিযানে ফয়সাল ও এহসানকে আটক করা হয়। পরে দোকানঘর তল্লাশি করে মেঝের মধ্যে থাকা ৪টি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তায় আমদানি নিষিদ্ধ মিয়ানমারের ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ সিগারেট ও ৫ হাজার ৮৫০ পিস পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন