রোহিঙ্গা নারীর জেল

  12-05-2019 11:47PM



পিএনএস ডেস্ক: ইয়াবা বহনের অপরাধে ফাতেমা খাতুন (৪৭) নামে এক রোহিঙ্গা নারীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফাতেমা খাতুন উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

রোববার (১২ মে) দুপুরে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত ফাতেমা খাতুন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার পানিরছরা গ্রামের মোহাম্মদ রুহুল আমিন স্ত্রী।

আদালত সূত্র জানায়, র‌্যাব সদস্যরা ২০১৭ সালের ২৮ অক্টোবর ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ শরণার্থী ক্যাম্পের সামনে আমগাছতলী নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। পরে র‌্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মো. আবদুল মোতালেব বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেন।

সেই মামলায় আদালত ফাতেমাকে পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাসেম। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত নারী আদালতে উপস্থিত ছিলেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন