রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৮ হাজার মামলা

  23-05-2019 03:57PM

পিএনএস ডেস্ক : রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮০১৫টি মামলা ও ৩৬,১২,২৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৭টি গাড়ি ডাম্পিং ও ৮৩২টি গাড়ি রেকার করে তারা।

বুধবার (২২ মে) ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি'র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৮০৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করায় ৩১৬৩টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১১টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৮টি মামলা দেওয়া হয়।

উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন