নকল কসমেটিকসে সয়লাব চকবাজার, ৮৫ লাখ টাকা জরিমানা আদায়

  26-05-2019 11:29AM

পিএনএস ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে ওঠেছে কসমেটিকসের সবচেয়ে বড় বাজারে। এখানকার প্রতিটি দোকানেই নামিদামি ব্রান্ডের মোড়কে বিক্রি হচ্ছে নকল ও নিম্নমানের ক্ষতিকর কসমেটিকস। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চকবাজারের কসমেটিকসের পাইকারি বাজারে হানা দিয়ে নকল ও মানহীন পণ্য তৈরি, সংরক্ষণ এবং বিক্রির দায়ে বিভিন্ন দোকান থেকে ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

শনিবার (২৫ মে) দুপুর থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর চকবাজার এলাকায় এ ভেজালবিরোধী অভিযান শুরু করে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বাংলানিউজকে জানান, চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল কসমেটিকস পণ্য পাওয়া গেছে। চকবাজারেই সেসব পণ্য তৈরি করে আসল পণ্যের মোড়ক বা লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিলো।

তিনি বলেন, নকল কসমেটিকস পণ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে এখন পর্যন্ত মোট ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি কসমেটিকসের দোকান ও ২টি গোডাউন সিলগালা করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা বাজারমূল্যের নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন