গুলশান পিংক সিটিতে অবৈধ পণ্যের খোঁজে অভিযান

  26-05-2019 06:06PM

পিএনএস ডেস্ক :রাজধানীর গুলশান-২ এর পিংক সিটি শপিং কমপ্লেক্সে নকল প্রসাধনী সামগ্রী ও অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি পণ্যের খোঁজে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৬ মে) বেলা ২টার দিকে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযান পরিচালনা করছেন ঢাকা বিভাগের কার্যালয় সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক আতিয়া সুলতানা।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, রমজানের বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ গুলশান পিংক সিটি শপিং কমপ্লেক্সে অভিযান করছি। এখানে বেশিরভাগ প্রতিষ্ঠানে শাড়ি, কাপড়-থ্রিপিসসহ বিভিন্ন পণ্য বিদেশি বলে বিক্রি করছে। কিন্ত আমদানিকারকের কোনো স্টিকার নেই। তথ্যও দিতে পারছে না। অর্থাৎ এটি অবৈধ পন্থায় আনা পণ্য।

তিনি বলেন, নামিদামি সব ব্র্যান্ডের নামে অবৈধ নকল বিদেশি কসমেটিকস বিক্রি করছে। এসব অপরাধে কিডস ওয়ে ২০০০সহ বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত বলবো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন