বিমানবন্দরে স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

  22-06-2019 03:35PM

পিএনএস ডেস্ক : তিনটি স্বর্ণের বারসহ মো. সুইম খান নামে কাতার এয়ারওয়েজের এক ট্রাফিক সহকারীকে আটক করেছে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

শনিবার (২২ জুন) কাস্টম হাউস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিমানবন্দর থেকে বের হবার সময় সুইম নামে ওই কর্মীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।

পরে তার আইডি কার্ড চেক করে দেখা যায়, সুইম কাতার এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছে। তার কাছ থেকে বিমানবন্দরের ডি-পাস উদ্ধার করা হয়েছে। সুইম মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইম জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ নিয়ে চোরাচালানকারীদের কাছে হস্তান্তরের উদ্দেশে গ্রহণ করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন