পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে শিক্ষক আটক

  10-07-2019 03:17AM

পিএনএস ডেস্ক : পদ্মাসেতু নির্মাণের জন্য শিশু অপহরণের গুজব ছড়ানোর অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে ফটিকছড়ির ভূজপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার সুয়াবিল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক ‘ফটিকছড়ি খবর’ নামক একটি গ্রুপে পদ্মা সেতুর জন্য শিশু অপহরণের গুজব ছড়ায়। এধরণের প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে আটক করেন। তিনি সুয়াবিল গ্রামে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত হযরত আব্দুল মালেক শাহ (রঃ) মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও শিক্ষক। পরে তাকে ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তার সম্মুখে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় অভিযুক্ত শিক্ষক আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাংবাদিকদের বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া পদ্মা সেতুর জন্য শিশু অপহরণের একটি স্ট্যাটাস আমি ফেসবুকে শেয়ার করেছি মাত্র। না বুঝে এধরণের গুজব শেয়ার করে আমি ভুল করেছি। আসলে আমি ফেসবুক চালানোতে অনভিজ্ঞ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আটক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হচ্ছে। বুধবার তাকে কোর্ট হাজতে চালান করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন