বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পেয়াজ আমদানি বন্ধ-দাম বেড়েছে কেজিতে ২০

  27-11-2017 06:30PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে ভারতীয় পেয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় বাজারে পেয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৮০থেকে ৮৫ টাকায়। দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। সর্বশেষ গত শনিবার বিকালে বেনাপোল বন্দরে ৪৮ মে:টন পেয়াজ আমদানি হয়। মার্কেটে পেয়াজ সরবরাহ কমে গেছে-ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা।

হঠাৎ করে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই পেয়াজের আমদানি মূল্য বাড়িয়ে দেয় ভারতীয় বাণিজ্য মন্ত্রনালয় ন্যাফড। ফলে গত অক্টোম্বর মাসে যেখানে পেয়াজের আমদানি মূল্যছিল প্রতি মে:টন সাড়ে তিনশ মার্কিন ডলার সেখানে বর্তমান রফতানি মূল্য করা হয়েছে ৮৫২ মার্কিন ডলার। এর ফলে ক্ষতির সন্মুখিন হচ্ছেন আমদানি কারক প্রতিষ্টান। দেশের বাজারে পেয়াজের দাম গেছে বেড়ে।এথেকে পরিত্রান চান ক্রেতারা।

ক্রেতা-আবেদা খাতুন ও জাকির হোসেন বলেন,গরীব মানুষ আমরা এভাবে দফায় দফায় সবজির দাম বাড়লে বেকায়দায় পড়েন তারা। যেখানে ২০থেকে ২৫ টাকা দরে পেয়াজ কিনতে হচ্ছে ৮০থেকে ১শ টাকায়।

পেয়াজ ব্যবসায়ি, রাজু আহম্মেদ বলেন, যেখানে এক সপ্তাহ আগে বেনাপোলের সবজির বাজারে পেয়াজ বিক্রি হয়েছে প্রতিকেজি ৪০থেকে ৬০টাকা। গত তিনদিনের ব্যাবধানে দাম বেড়ে গেছে কেজিতে ২০টাকা। আমদানি বন্ধ সহ সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়িরা। তবে অনেক অসাধু পেয়াজ আমদানিকারক সহ ব্যাবসায়িরা গুদামজাত করেছে পেয়াজ। সরকারের নজরদারীর আহব্বান জানান স্থানীয়রা।

বেনাপোল দিয়ে প্রতিদিন প্রায় শত শত টন পেয়াজ আমদানি হয়ে থাকে। তবে গত রবি ও আজ সোমবার বন্দরে কোন পেয়াজের চালান প্রবেশ করেনি। আমদানি কারক প্রতিষ্টান বেশী মূল্যে এ বন্দর দিয়ে কোন পেয়াজ আমদানি করেনি বলে জানান বন্দর পরিদর্শক মনির হোসেন।

বেনাপোল আমদানি রফতানি কারক সমিতির যুগ্ন সম্পাদক মহাসিন মিলন বলেন ভারতের বাজারে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় রফতানি মূল্য বাড়িয়ে দেয় তারা। এতে করে দুদেশের ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হবেন। দেশে পেয়াজের দাম আরো যাবে বেড়ে। তবে নতুন পেয়াজ উঠলে দাম কমে আসেব বলে আশা করেন তিনি।

বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম বলেন, ভারতের বাজারে পেয়াজের দাম বৃদ্ধিসহ পেয়াজ রফতানি মূল্য বেড়ে গেলেও বেনাপোল বন্দরে পূর্বের এলসি মূল্যে সর্বশেষ শনিবার ৪৮ মে: টন পেয়াজ এসেছে। দাম বৃদ্ধির কোন নির্দেশনা হাতে পাননি বন্দর কর্তৃপক্ষ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন