বুধ ও বৃহস্পতিবার রাত ৮ পর্যন্ত ব্যাংক খোলা

  29-11-2017 12:07AM

পিএনএস ডেস্ক: আয়কর পরিশোধের সুবিধার্থে বুধবার ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও কথা বলা হয়েছে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটা নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, “করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে। ”

প্রসঙ্গত, ২০১৭-১৮ করবর্ষের জন্য ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন