বৃহস্পতিবার রংপুর সিটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

  21-12-2017 09:42AM


পিএনএস ডেস্ক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচনী এলাকার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপরিভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সার্কুলার জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে ওই সার্কুলারে বলা হয়েছে।

ওই সার্কুলারে আরো বলা হয়েছে, রসিক নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বন্ধ থাকবে। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছ।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নগরীর ৩৩ ওয়ার্ডের ১৯৩ ভোটকেন্দ্রের ১১২২ বুথে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮।

নির্বাচনে কাউন্সিলর পদে ২১১, সংরক্ষিত আসনে ৬৫ এবং মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন