ব্যাংক-বিমা বাড়লেও ভয়ের কিছু নেই

  27-12-2017 08:35AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশে ব্যাংক ও বীমার সংখ্যা বাড়লেও এতে ভয়ের কিছু নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

তিনি বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান রুগ্ন হলেও সরকার সেটিকে বাঁচিয়ে রাখে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাধারণ বীমা কর্পোরেশনের ৪০ কোটি টাকা লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।

বিমা খাত এখনো পরিপক্ব না হলেও এর ভবিষ্যত উজ্জ্বল বলেও দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসা বাড়বে, ব্যাংক বাড়তেই থাকবে। এটাতে ভয়ের কোনো কারণ নেই। রুগ্ন প্রতিষ্ঠান হলেও তাকে আমরা বাঁচিয়ে রাখবো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন