বছরজুড়ে শীর্ষে যেসব ব্রোকারেজ হাউজ

  05-01-2018 10:26AM


পিএনএস ডেস্ক: ২০১৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ ২০ ব্রোকারেজের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে, বছরজুড়ে লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। আর ইবিএল সিকিউরিটিজ রয়েছে চতুর্থ স্থানে। ৫ম স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

এছাড়া ষষ্ঠ স্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ রয়েছে সপ্তম স্থানে, অষ্টম স্থানে রয়েছে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস।

আর নবম স্থানে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ রয়েছে দশম স্থানে।

এছাড়া শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে-এমটিবি সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, শান্তা সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্স ট্রেডিং কোম্পানি, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস, রয়েল ক্যাপিটাল, বিএলআই সিকিউরিটিজ এবং প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন