শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে নগদ লভ্যাংশ কমেছে

  05-05-2018 03:17PM


পিএনএস ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানিগুলো নগদ লভ্যাংশ প্রদানের চেয়ে বোনাস লভ্যাংশ প্রদান করছেন বেশি। অনেক ব্যাংক আবার লভ্যাংশও কমিয়েছে। ২০১৭ সাল শেষে দেখা গেছে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১৪টি বোনাস শেয়ার প্রদান করেছে। এর বিপরীতে ৯ ব্যাংক নগদ লভ্যাংশ প্রদান করেছে। আর ৫টি ব্যাংক নগদ ও বোনাস শভ্যাংশ প্রদান করেছে। ২টি ব্যাংক লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়েছে।

কারণ হিসেবে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ব্যাসেল -৩ এর শর্তপূরণ, অ্যান্ডভান্সড ডিপোজিট রেশিও(এডিআর) ইস্যু, পর্যাপ্ত প্রভিশনিং, এনপিএল কাভারেজ, তারল্য সংকট এবং নির্বাচনী বছরের কারণে ডিপোজিট শক্তিশালীকরণের বিষয়টি প্রাধান্য পেয়েছে। তাছাড়া ২০১৭ সালে নিট আয়ও কমেছে অনেক ব্যাংকের। এর কারণে নগদ লভ্যাংশ ঘোষণা পরিবর্তে বোনাস লভ্যাংশ শুপারিশের সিদ্ধান্ত ছিলো বেশির ভাগ ব্যাংকের। যা আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উঠে এসেছে এমন তথ্য।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুষ্ঠানে বলেন, ব্র্যাক ব্যাংকের ব্যবসা বাড়ছে। সাধারণত কোম্পানি বোনাস শেয়ার প্রদান করে ব্যবসা বৃদ্ধির জন্য। আমাদের আরও নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসছে। যেগুলো ব্র্যাক ব্যাংকের ব্যবসাকে আরও শক্তিশালী করবে। মূলধন শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে কোম্পানির ম্যানেজমেন্ট বোনাস শেয়ার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

তাছাড়া ব্যাংকিং খাত বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার হচ্ছে। যেখানে ব্যাংকের ডিপোজিট শক্তিশালীকরণ জরুরি হয়ে পড়েছে।

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে লভ্যাংশ কমানোর কারণ হিসাবে বলেছিলেন, আমরা বেশি কিছু কারণে লভ্যাংশ কমিয়েছি। এই জন্যে শেয়ারহোল্ডারদের সাময়িক কষ্ট হবে। তবে দীর্ঘ মেয়াদে এই কষ্ট থাকবে না। এটা আমাদের টেকসই ব্যাংকিংয়ের জন্য করতেই হচ্ছে।

পাশাপাশি ব্যাসেল-৩, পর্যাপ্ত প্রভিশনিং, এনপিএল কাভারেজ, কস্টিংসহ বেশ কিছু শক্ত পরিকল্পনা নেওয়ার কারণে ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন