চার্জ কমলো বিকাশে গ্রাহকদের লেনদেনে

  16-05-2018 01:54AM

পিএনএস ডেস্ক:বিকাশে গ্রাহকদের লেনদেনে কমানো হয়েছে চার্জ। এ ছাড়া পার্সোনাল নম্বরে টাকা পাঠানোর ওপর চার্জ তুলে নেয়া হয়েছে। অ্যাপ চালু উপলক্ষে প্রতিষ্ঠানটি এই সুযোগ দিচ্ছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিকাশের অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির এ তথ্য জানান।

তিনি বলেন, ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ৩ টাকা ৫০ পয়সা কমিয়ে ১৫ টাকা নেয়া হচ্ছে। পার্সোনাল নম্বরে টাকা পাঠানোর ওপর চার্জ তুলে নেয়া হয়েছে। এই সুবিধা শুধু অ্যাপে পাওয়া যাবে।

আর যারা অ্যাপের বাইরে লেনদেন করবেন তাদেরকে আগের হারেই চার্জ দিতে হবে। অর্থাৎ হাজারে সাড়ে ১৮ টাকা এবং পার্সোনাল নম্বরে টাকা পাঠানোর ক্ষেত্রে ফি হিসেবে ৫ টাকা গুনতে হবে।

বিকাশ অ্যাপটি গত ২৫ এপ্রিল গুগল প্লে স্টোরে দেয়া হয়েছে। প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নেয়া যাবে।

বিকাশের সিইও বলেন, হাজারে চার্জ হিসেবে যে সাড়ে ১৮ টাকা নেয়া হয়, তার ৭৭ শতাংশ এজেন্টদের পেছনে যায়। আর ৭ ভাগ যায় মোবাইল অপারেটরদের কাছে। আর বাকি ১৬ ভাগ দিয়েই বিকাশ তার কার্যক্রম পরিচালনা করে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন