রূপালী ব্যাংকের আয় কমলো

  24-07-2018 03:03PM


পিএনএস ডেস্ক: পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংক দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ৩৩.৩৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, দ্বিতীয় প্রান্তিক শেষে (জানুয়ারি-জুলাই’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। আগের বছর একই সময়ে তা ০.৬৬ টাকা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ০.২২ টাকা বা ৩৩.৩৩ শতাংশ।

সমন্বিতভাবে কোম্পানিটির আয় কমলেও এককভাবে আয় বেড়েছে ১৪.৭০ টাকা। দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৪ টাকা। অর্থাৎ এককভাবে আয় বেড়েছে ১৪.৭০ শতাংশ।

৩০ জুন, ২০১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৫৫ টাকা ২ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকের সর্বশেষ তিন মাসে (এপ্রিল-জুন’১৮) কোম্পানিটির মুনাফায় ব্যাপক ধস দেখা গেছে। সর্বশেষ তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২৮ টাকা। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ০.১১ টাকা।

উল্লেখ্য, ৭ হাজার কোটি অনুমোদিত মূলধনধারী ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৭৬ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। মঙ্গলবার কোম্পানিটির প্রারম্ভিক মূল্য ছিল ৩৭.৮০ টাকা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন