বৃষ্টির কারণে রাজধানীর সব বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

  28-07-2018 02:18PM

পিএনএস ডেস্ক :বৃষ্টির কারণে রাজধানীর সকল বাজারে সবজির দাম চড়া। বাজারে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন। তাদের অভিযোগ, প্রতিটি সপ্তাহে সকল সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। পটল, ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, বেগুন, কাকরোল, ঢ়েড়স, মিষ্টি কুমড়া, পেপে, করলাসহ বিভিন্ন সবজিতে বাজারে ভরপুর। তারপরেও গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। তবে দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিকে দুষছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৮ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল, মোহাম্মদপুর ও শান্তিনগর, খিলগাঁও বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন অভিযোগ জানা যায়।

গত সপ্তাহে ৭০-৮০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটোর মতো দাম বাড়ার তালিকায় রয়েছে চিচিঙ্গা, পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল, করলা, বরবটি। গত সপ্তাহে এসব সবজি ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে এগুলো কিনতে বাড়তি ২০-৩০ টাকা গুনতে হবে ক্রেতাদের। প্রতি কেজি বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর পেপে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।

কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতা বলেন, গত সপ্তাহে সবজির দাম কিছুটা কম ছিল। কিন্তু এ সপ্তাহে টানা বৃষ্টির কারণে দাম বেড়েছে সব রকম সবজির। আবহাওয়া ঠিক হলে দামেও সবজির পরিবর্তন আসবে বলে জানান তিনি।

এদিকে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩০-৩৫ টাকায়।

এদিকে নানা অজুহাতে বেড়েই চলছে ডিমের দাম। বর্তমানে পাইকারি বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অপরদিকে খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আর খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়।

ডিমের দামের মত মাসখানেক ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০-২০০ টাকায়। অর্থাৎ ২৫০ গ্রাম কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন