ভোটের কারণে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

  19-12-2018 12:57PM


পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিলি ব্যাংকগুলোর হিসাব ক্লোজিংয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এবছর নির্ধারিত ৩০ ডিসেম্বরের পরিবর্তে ব্যাংক ক্লোজিং হবে ২৭ ডিসেম্বর। এ দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

ব্যাংকিং খাতে সাধারণত ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব শেষ করে। এ দিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী বা ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। হিসাব মেলাতে ব্যস্ত থাকেন কর্মকর্তারা। তাই কোনো ধরনের লেনদেন করা হয় না।

শেয়ারবাজারের লেনদেন যেহেতু ব্যাংকের সঙ্গে সম্পর্কিত, ফলে এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ব্যাংকগুলো ব্যাংক হলিডে পালন করে। ৩০ জুন অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করার পর ১ জুলাই আর লেনদেন করা হয় না।

আর বছর শেষে ৩১ ডিসেম্বর সব শাখা খোলা রাখা হলেও ১ জুলাই বেশিরভাগ শাখা বন্ধ থাকে। সেদিন শুধু যেসব শাখার হিসাব শেষ হয় না, সেসব শাখা এবং আঞ্চলিক ও প্রধান কার্যালয় খোলা থাকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন