`কিছু অসাধু লোকের কারণে হালদা নদী দূষিত হচ্ছে'

  03-02-2019 06:07PM

পিএনএস ডেস্ক : পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, ‘হালদা নদী রক্ষায় একটি প্রজেক্ট নয়, এটি একটি কর্মসূচি যা অব্যাহত থাকবে, থাকতে হবে। কিন্তু কিছু ধান্দাবাজ অসাধু লোকের কারণে হালদা দূষিত হচ্ছে। তাদের কারণে আমারা হালদা রক্ষায় অগ্রসর হতে পারছি না। আশা করি, সরকার যথাযথ পদক্ষেপের মাধ্যমে হালদাসহ দেশের সব নদীকে ধান্দাবাজদের হাত থেকে রক্ষা করবে।’

শনিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিসার্চ ল্যারেটরির অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিকেএসএফ এবং উন্নয়ন সংস্থা আইডিএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় হালদা ল্যাবরেটরি উদ্বোধনের পর হতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ, রিপোর্ট ও অনুষ্ঠানের বিবরণ দেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মনজুরল কিবরীয়া। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ উপাচার্য ড. শিরীণ আখতার, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের ও ড. মো জসীম উদ্দিন, আইডিএফ এর চেয়ারম্যান প্রফেসর ড. মাহমুদুল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম প্রমুখ।

চবি উপচার্য বলেন, ‘হালদা শুধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নয়, এটি প্রাকৃতিক সম্পদের আধার। তাই আমাদের সকলেরই উচিত হালদাকে রক্ষা করা।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন