‘৭ হাজার কোটি টাকার পাটপণ্যের বাজার তৈরির প্রত্যাশা’

  04-03-2019 03:17AM

পিএনএস ডেস্ক: ঠিকভাবে কাজ করলে সাতশ কোটি কেন, আমার তো মনে হয় আন্তর্জাতিকভাবে সাত হাজার কোটি টাকার বহুমুখী পাটপণ্যের বাজার তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, এজন্য সরকারের পক্ষ থেকে দেশীয় উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
রোববার (৩ মার্চ) রাজধানীর মনিপুরি পাড়ার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তা ও জেডিপিসির নির্বাহী পরিচালক রীনা পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব এখন প্লাস্টিক বর্জন করছে। ধীরে ধীরে বিশ্বব্যাপী পাটের জনপ্রিয়তাও বাড়ছে। জেডিপিসির উদ্যোক্তাদের উপর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আস্থা আছে। বাণিজ্য মেলায় জেডিপিসির স্টলে গিয়ে বুঝেছি এরাই পারবে। পাট দিয়ে এখন সব রকমের পণ্য তৈরি হচ্ছে। পাটের বাজার ধরতে হলে বহুমুখী পাটপণ্য কাজে লাগতে হবে।’

তিনি বলেন, ‘পাটপণ্য প্রদর্শনের জন্য যদি স্থায়ীভাবে জায়গা দেয়া যায় তাহলে মানুষ বুঝবে এখানে বহুমুখী পাটপণ্য পাওয়া যায়। এতে ক্রেতা বা সাধারণ মানুষও বহুমুখী পাটপণ্য সম্পর্কে জানতে পারবে। বাণিজ্য মেলায় গিয়ে আমি নিজের পরিবারের জন্যও বহুমুখী পাটপণ্য কিনেছি। এতো পণ্য দেখে মুগ্ধ হয়েছি। অন্যরাও মুগ্ধ হবে। আগ্রহী হবে। আর এভাবে অভ্যন্তরীণ বাজার বাড়বে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পাটপণ্য ভ্যাটমুক্ত রয়েছে। ভবিষ্যতেও যাতে ভ্যাটমুক্ত থাকে সে লক্ষ্যে সরকার চেষ্টা চালিয়ে যাবে।’

জেডিপিসির নির্বাহী পরিচালক রীনা পারভীন বলেন, ‘বর্তমানে বহুমুখী পাটপণ্যের স্থানীয় বাজার ১০০ কোটি টাকা। দেশের বাইরে বহুমুখী পাটপণ্যের ৭০০ কোটি টাকার বাজার রয়েছে। খাতটিতে বর্তমানে উদ্যোক্তার সংখ্যা ৭০০। আর আমরা এখন ২৮০ ধরনের পাটপণ্য তৈরি করছি। পাট থেকে এখন কাগজও তৈরি হচ্ছে। ভিজিটিং কার্ড ও ডায়রি তৈরিতে পাটের কাগজ ব্যবহৃত হচ্ছে, যা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন