‘বাজেট প্রণয়নে নয়, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ’

  08-05-2019 08:16PM

পিএনএস ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজেট প্রণয়নে কোন চ্যালেঞ্জ নেই। বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, দেশের মানুষকে প্রাধান্য দিয়েই বাজেট তৈরি করা হচ্ছে। এবারের বাজেট হবে দেশের উন্নয়নে প্রতিটি মানুষের জন্য। পাশাপাশি প্রত্যেকটি খাতকে যাতে আরও বিকশিত করা যায় সে ধরনের বাজেট দেবো। তাই বাজেটের মজা পেতে হলে অপেক্ষা করতে হবে।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এবার দেশের সব মানুষকে প্রাধান্য দিয়েই বাজেট দেওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটের নির্দিষ্ট করে এ মুহূর্তে কোনো কথা বলা যাবে না। কারণ সে সময় এখনও আসেনি। তবে বাজেটের অগ্রাধিকার হচ্ছেন আপনি (মানুষ)। আপনাকে অগ্রাধিকার দিয়েই বাজেট প্রণয়ন হবে। তিনি আরও বলেন, অর্থের কোনো অসুবিধা নয়। বাজেট ঘাটতি হবে ৫ শতাংশ। এটা গতবারও ছিল, তার আগেরবারও ছিল। এটা স্ট্যান্ডার্ড।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন