স্বর্ণের দাম বাড়লো

  05-08-2019 09:59PM

পিএনএস ডেস্ক : ফের বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়িয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (৬ আগস্ট) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা। বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। গত ২৪শে জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬ গ্রাম) বিক্রি হচ্ছিলো ৫৩ হাজার ৩৬২ টাকায়।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

বাজুস জানায়, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫২ হাজার ১৯৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ১৮০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত (প্রতি ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা) থাকবে।

প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পড়বে ১ হাজার ৫০ টাকা। ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দামে অর্থাৎ ভরিপ্রতি ৬৫ হাজার ২৬ টাকায় বিক্রি হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন