ইলিশের প্রথম চালান ভারত যাচ্ছে আজ

  28-09-2019 02:35PM

পিএনএস ডেস্ক:দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা স্বরূপ বাংলাদেশ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বেনাপোল সীমান্ত দিয়ে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকেই শুরু হচ্ছে ইলিশ রফতানি।

গত বছর পশ্চিমবঙ্গে প্রচুর ইলিশ ধরা পড়লেও এবার তেমন ধরা পড়েনি। গত বছর যে ইলিশ ২০০ রুপি কেজিতে বিক্রি হয়েছিল, এবার সেই ইলিশ ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।

পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেছেন, এবার বাঙালিদের পাতে পূজায় পড়তে পারে বাংলাদেশের প্রিয় ইলিশ।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখে ছিল বাংলাদেশ সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ইলিশ রফতানির বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনোমোহন সিং থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠক করেছেন। তবে কোনো সুরাহা হয়নি, বন্ধই ছিল ইলিশ রফতানি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।

বেনাপোল শুল্ক দফতরের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের বরাত দিয়ে জানানো হয়, আজ শনিবার থেকেই বাংলাদেশি ইলিশ ভারতে ঢুকবে। ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ যাবে ভারতে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন