যারা পেঁয়াজ মজুদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

  07-10-2019 10:03PM

পিএনএস ডেস্ক : বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হয়েছে। তারপরও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দেশে এখন পর্যাপ্ত পরিমাণ পেয়াজ মজুদ আছে দাবি করে টিপু মুনশি বলেন, ‘যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে। সেই সব মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে দশটি টিম কাজ করছে। এখন পেঁয়াজের দাম কমেছে।’

তিনি আরো বলেন, ‘ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করছে। রংপুরেও টিসিবির মাধ্যমে এ ব্যবস্থা করা হবে। যাতে করে কোন মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধায় না পড়ে।’

উল্লেখ্য, বর্তমানে রংপুরের কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা মূল্য এখনো ৮০-১০০ দরে বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে প্রতি পাঁচ কেজি পেঁয়াজের মূল্য নেওয়া হচ্ছে ৩৫০ টাকা।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন