সগির অ্যান্ড কোম্পানির সনদ স্থগিত

  14-10-2019 01:22AM


পিএনএস ডেস্ক: অনিয়ম করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানি লিমিটেডের ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সনদ স্থগিত করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে বিএইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, মাসে দুইবার সেটেলমেন্ট ব্যর্থতার কারণে ডিএসইর নির্দেশে স্টক ব্রোকার শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানির লেনদেন স্থগিত রাখা হয়েছে। এছাড়া স্টক ব্রোকারটির সমন্বিত গ্রাহক হিসাবে এক কোটি ৯৮ লাখ টাকা ঘাটতি রয়েছে।

শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের ছয়টি অভিযোগ ‘কাস্টমার কমপ্লেইন্ট অ্যাড্রেস মডিউলের’ (সিসিএএম) মাধ্যমে বিএসইসিতে জমা পড়েছে বলেও জানান সাইফুর রহমান।

স্টক ব্রোকারটির অনিয়ম ক্ষতি দেখতে বিএসইসির কমিশন সভায় একটি পরিদর্শন দল গঠন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরিদর্শন দল ডিএসইর মাধ্যমে শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানি পরিদর্শন করবে। ডিএসইর এ পরিদর্শন দলকে দুই সপ্তাহের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করতে হবে।

স্টক ব্রোকারটির ডিপি সনদ স্থগিত রাখার বিষয়ে সাইফুর রহমান জানান, কমিশন সভায় শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানির ডিপি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ডিপি কার্যক্রম স্থগিত থাকাকালীন প্রতিষ্ঠানের কোনো বিও হিসাবধারী চাইলে লিংক অ্যাকাউন্টের মাধ্যমে তার শেয়ার হস্তান্তর করতে পারবেন। এ জন্য ডিএসই অথবা সিডিবিএলে যোগাযোগ করতে হবে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন