বাড়তি মাশুল নিচ্ছে শিপিং কোম্পানিগুলো: ডিসিসিআই

  16-05-2020 09:00PM

পিএনএস ডেস্ক : ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, করোনাভাইরাসের এই সঙ্কটকালে সরকারের আদেশ উপেক্ষা করে শিপিং কোম্পানিগুলো বাড়তি মাশুল নিচ্ছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই অভিযোগ করা হয়।

ব্যবসায়ী সংগঠনটি বলছে, এই কারণে আমদানি করা পণ্যের দাম দেশের বাজারে বেড়ে যাচ্ছে। করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম হচ্ছে ব্যাহত। বন্দরে পণ্য বা কন্টেইনারও জমে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলা অবস্থায় কিছু বিদেশি শিপিং কোম্পানি বা এজেন্ট আমদানিকারকদের উপর তাদের মর্জিমত অতিরিক্ত কন্টেইনার ডিটেনশন বা ডেমারেজ চার্জ আরোপ করছে। কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকার দরুন শিপিং কোম্পানিগুলো বা এজেন্ট বা তাদের মনোনিত ফ্রেইট ফরওয়াডার্সরা এ অতিরিক্ত চার্জ আরোপ করতে পারছে।

অতিরিক্ত মাশুল আরোপের ফলে আমদানি করা উৎপাদনমুখী শিল্পের কাঁচামালের মূল্য যেমন বাড়ছে, তেমনি বিশ্ববাজারে রপ্তানি সক্ষমতাও কমিয়ে দিচ্ছে বলে ডিসিসিআইর ভাষ্য।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন