পুঁজিবাজার সূচকের পতন

  16-06-2020 12:56AM

পিএনএস ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে আজ লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় স্টকের লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে দুই স্টকে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে আজ।

সোমবার উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬১ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৭টির, কমেছে ৩৪টির এবং পরিবর্তন হয়নি ২২১টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৫৮ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৪ দশমিক ৭৭ পয়েন্টে ও ৯১৭ দশমিক ৬২ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিকো ফার্মা, লিন্ডে বিডি, ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, যমুনা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা, রেকিট বেনকিজার, শাহজিবাজার পাওয়ার।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ১০ কোটি ৭০ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৮ দশমিক ৫৬ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ২ দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮০৮ দশমিক ২৫ পয়েন্টে, ৯ হাজার ৯১৬ দশমিক ৪০ পয়েন্টে, ৬ হাজার ৮০৮ দশমিক ৭৫ পয়েন্টে ও ৭২৬ দশমিক ৭২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৮৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ২২টির এবং কোন পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন