করোনায় মারা গেলেন এক্সিম ব্যাংক কর্মকর্তা

  24-06-2020 12:41AM

পিএনএস ডেস্ক : এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম) সিনিয়র অফিসার তানভীর আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভীর আহমেদ ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। এ কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের তথ্য মতে, এখন পর্যন্ত এক্সিম ব্যাংকের ২২ জন কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে তানভীর আহমেদ মৃত্যুবরণ করলেন। করোনা আক্রান্ত ২০ জন কর্মকর্তাই নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন