বুধবার থেকে স্বাভাবিক নিয়মে পুঁজিবাজারে লেনদন

  07-07-2020 09:37PM

পিএনএস ডেস্ক : আগামী বুধবার থেকে পূর্বের স্বাভাবিক নিয়মে লেনদেন করবে পুঁজিবাজার।

মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষও একই সিদ্ধান্ত নিয়েছে।

তাদের সিদ্ধান্তের মতে, কাল থেকে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর আড়াইটায়। এর মাধ্যমে পূর্বের সময়সূচীতে পুঁজিবাজারে লেনদেন হবে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলায় ডিএসইর পরিচালনা পর্ষদ পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

একই প্রসঙ্গে সিএসই জনসংযোগ কর্মকর্তা তানিয়া বলেন, বাংলাদেশে ব্যাংকের ব্যাংকিং সেবার সময় পরিবর্তন করে স্বাভাবকি সময়ে ফেরত আসার কারণে সিএসইর লেনদেনের সময়সূচীও পরিবর্তন করে স্বাভাবকি সময়ে নেয়া হচ্ছে। পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন