পুঁজিবাজারে সূচক উত্থান

  29-07-2020 10:19PM

পিএনএস ডেস্ক : দেশর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে। তবে উভয় স্টকের লেনদেনে অংশ নেয়া বেশির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা। যা আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ১৬৯টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭১ দশমিক ২০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৬৪ দশমিক ৬৫ পয়েন্টে।। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০১ দশমিক ৭৯ পয়েন্টে

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রামীনফোন, ফাইন ফুডস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিক দর কমার শীর্ষ কোম্পানি হলো- সোনালী পেপার, সিএনএ টেক্সটাইল, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড, ফ্যামিলি টেক্স, হা-ওয়েল টেক্সটাইল, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, জেনারেশন নেক্সট, ডেফোডিল কম্পিউটার।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ১৪ কোটি ২৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৪ দশমিক ৮১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৫৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৬৫ পয়েন্ট, সিএসআই সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮৫৩ দশমিক ২৯ পয়েন্টে, ১০ হাজার ৩৬৭ দশমিক ৫২ পয়েন্টে, ৭৬৯ দশমিক ৩৭ পয়েন্টে ও ৭ হাজার ২০০ দশমিক ৪৩ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৭টির এবং কোন পরিবর্তন হয়নি ১০০টির কোম্পানির শেয়ার দর।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন