পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করছে সরকার

  16-09-2020 08:12PM

পিএনএস ডেস্ক : সরকার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার জাতীয় ক্রয় কমিটির এক অনলাইন মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পেঁয়াজ আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবনা পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রস্তাবনার প্রসঙ্গ তুলে শুল্ক কমানো হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা প্রস্তাব বিবেচনা করব। দেশের স্বার্থে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসলে অবশ্যই তা প্রত্যাহার করা হবে।

রাজস্ব সংক্রান্ত যা করা প্রয়োজন তা অর্থ মন্ত্রণালয় করবে বলেও জানান তিনি।

বর্তমানে পেঁয়াজ আমদানির ওপর শুল্ক রয়েছে ৫ শতাংশ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন