আজ ৩৮তম বিসিএস পরীক্ষা

  29-12-2017 02:28AM

পিএনএস ডেস্ক: শুক্রবার ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের মোট ২৮৩টি কেন্দ্রে একযোগে সকাল ১০-১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর ৩০মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। দেশের মোট ২৮৩ কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিবিএস পরীক্ষার তুলানায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বলেন, পরীক্ষায় কড়া নজরদারি বসানো হবে। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র্যাব, পুলিশ ও আনসার’সহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও অনিয়ম ধরা পড়লে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধীকে শাস্তি দেয়া হবে। এছাড়া, দেশের প্রতিটি কেন্দ্রে পিএসসি নিজস্ব টাকায় দু’টি করে মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। প্রতিটি পরীক্ষার হলে একটি করে ঘড়িও কিনে দেয়া হচ্ছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, সব অনিয়ম এড়াতে আমরা সর্তক। ৩৮তম বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে পিএসসির সদস্য’সহ সকল কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে থাকবেন। আগের চাইতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দু’জন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।

এ বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেয়া হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন