কাল প্রকাশ পাচ্ছে জেএসসি-জেডিসি ফল

  29-12-2017 06:53AM

পিএনএস ডেস্ক: আগামীকাল শনিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)’র ফল প্রকাশ হবে।

ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন।

ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। একই দিন প্রধানমন্ত্রী বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন