ঈশ্বরদীতে ৭ লাখ ৫০ হাজার বই বিতরণ করলেন ভূমি মন্ত্রী

  01-01-2018 05:57PM

পিএনএস : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ঈশ্বরদীতে ৭৫ হাজার প্রাথমিক ও মাধ্যমেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ৭ লাখ ৫০ হাজার বই বিনামূল্যে একযোগে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

রবিবার সকালে ঈশ্বরদীর সাঁড়া মাড়োয়াড়ী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রী।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক অফিসার সেলিম আক্তার, ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, সাঁড়া মাড়োয়াড়ী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম বক্তব্য রাখেন। ঈশ্বরদী উপজেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ হাজার ছাত্রছাত্রীর মাঝে ৫ লাখ ৩৯ হাজার ৭০০টি বই এবং ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ হাজার ৬০০ ছাত্রছাত্রীর মাঝে ২ লাখ ৯ হাজার ৬৫০টি বই বিতরণ করা হয়।

সরকারিভাবে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন