কাপাসিয়ায় বই উৎসবে ৩টি বিষয়ের বই পায়নি মাদ্রাসার শিক্ষার্থীরা

  03-01-2018 08:11PM

পিএনএস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দাখিল পর্যায়ের তিন শ্রেণীর শিক্ষার্থীরা তিন বিষয়ের বই হাতে নিতে পারে নাই বই উৎসবে। সপ্তম ও অষ্টম শ্রেণীর ফিকহ এবং ৯ম শ্রেণীর কোরআন ও হাদীস এই তিনটি বিষয়ের বই হাতে পায়নি শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা মোঃ রাকিব উল হাসান জানান,“কাপাসিয়া উপজেলায় স্কুল ও মাদ্রাসা মিলে মাধ্যমিক স্তরে মোট ৫১,১৫১ ( একান্ন হাজার একশত একান্ন জন) শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ৭ম শ্রেণীর ফিকহ ২৪০০টি , ৮ম শ্রেণীর ফিকহ ২২০০টি, ৯ম শ্রেণীর কোরআন ও হাদিস বিষয়ের ২২০০টি বই ফেরত দেওয়া হয়েছে। সারা দেশেই এই বিষয়ের বইগুলো ফেরত নেয়া হয়েছে।”

এদিকে রউৎকোনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন জানান, “আমরা জমিয়তে মোদারেসীন নামক শিক্ষক সংগঠনের মাধ্যমে উল্লেখিত বই সমুহে মুদ্রিত টপিকগুলো সম্পর্কে প্রতিবাদ জানাই । প্রতিবাদের প্রক্ষিতে সরকারের নির্দেশ মোতাবেক বইগুলো ফেরত পাঠানো হয়।” তবে কি কি টপিক সম্পর্কে প্রতিবাদ জানানো হয়েছিল তা জানাতে তিনি অস্বীকৃতি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন