চবির ডিলিট ডিগ্রি পাচ্ছেন প্রণব মুখার্জি

  09-01-2018 08:13PM

পিএনএস : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘ডি.লিট ডিগ্রি’ প্রদানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত দুটি হল ১৬ জানুয়ারি পরিদর্শন করবেন প্রণব মুখার্জি। সেদিনই তাকে ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করা হবে।

বাংলাদেশের একটি সংগঠনের আমন্ত্রণে আগামী ১৪ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। সে সময়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনের কথা রয়েছে তার। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন