জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

  20-01-2018 01:32PM


পিএনএস ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন অব্যাহত রয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিঁয়াজো ফোরামের।

আজ শনিবার ষষ্ঠ দিনের মতো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন চলছে।

শনিবার সকালে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আমাদের আমরণ অনশন কর্মসূচির আজ ষষ্ঠ দিন। এখন পর্যন্ত ৭৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই আমাদের দাবি মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেবেন।

শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের গত ১০ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এসব শিক্ষকেরা। ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে গেছেন তারা।

এনামুল হক মাসুদ নামে এক শিক্ষক জানান, প্রচণ্ড শীতে রাতে খোলা আকাশের নিচে অনশন করায় এখন পর্যন্ত তাদের ৬৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন