সৈয়দপুরে দুই’শ শিক্ষার্থীর কন্ঠে জাতীয় সংগীত

  13-02-2018 03:56PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দুই’শ শিক্ষার্থীর কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। কর্মশালায় ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

এ উপলক্ষে সকাল ১১টায় সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম, অধ্যক্ষ রেয়াজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর ও বেতার শিল্পী হোসনে আরা লিপি প্রশিক্ষণ দেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ জানান, মন্ত্রণালয় সরবরাহকৃত অডিও/ভিডিও থেকে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের লক্ষ্যে পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আরও কর্মশালা অনুষ্ঠিত হবে জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন